Skip to content
রসাখোয়ার স্টুডেন্ট কোচিং সেন্টারের কৃতীদের নজরকাড়া সাফল্য

রসাখোয়ার স্টুডেন্ট কোচিং সেন্টারের কৃতীদের নজরকাড়া সাফল্য

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের পঞ্চায়েতের কান্তিরপা এন কে সিনিয়র মাদ্রাসায় ২০২৫ সালের আলিম ও ফাজিল পরীক্ষায় নজরকাড়া ফলাফল করেছে রসাখোয়ার স্টুডেন্ট কোচিং সেন্টারের ছাত্রীরা। মাদ্রাসার প্রথম তিনজনের মধ্যে তিনজনই এই কোচিংয়ের ছাত্রী। আলিম পরীক্ষায় দ্বিতীয় স্থানে রয়েছে সীমা খাতুন, যার প্রাপ্ত নম্বর ৬৭৮ (৭৫.৪৩%)। ফাজিল বিভাগে দ্বিতীয় হয়েছে এম এস টি আয়েশা (৫১৪, ৮৫.৬৬%) এবং তৃতীয় লেখা খাতুন (৫১১, ৮৫.১৬%)। এছাড়াও মানতাসা খাতুন ৮৩.৫% নম্বর নিয়ে সফলতা অর্জন করে। এই চারজনই সেরাজুল মাস্টারের পরিচালিত স্টুডেন্ট কোচিং সেন্টারের ছাত্রী। তাদের সাফল্যে কোচিং সেন্টারে খুশির আমেজ। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুখ মিষ্টি ও উপহার দিয়ে তাদের সম্মাননা জানানো হয়। শিক্ষক সেরাজুল বলেন, “এরা আমাদের সমাজের গর্ব, মেয়েদের এগিয়ে চলার প্রমাণ।” এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

Leave a Reply

error: Content is protected !!