উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনা পঞ্চায়েতের পঞ্চায়েতের কান্তিরপা এন কে সিনিয়র মাদ্রাসায় ২০২৫ সালের আলিম ও ফাজিল পরীক্ষায় নজরকাড়া ফলাফল করেছে রসাখোয়ার স্টুডেন্ট কোচিং সেন্টারের ছাত্রীরা। মাদ্রাসার প্রথম তিনজনের মধ্যে তিনজনই এই কোচিংয়ের ছাত্রী। আলিম পরীক্ষায় দ্বিতীয় স্থানে রয়েছে সীমা খাতুন, যার প্রাপ্ত নম্বর ৬৭৮ (৭৫.৪৩%)। ফাজিল বিভাগে দ্বিতীয় হয়েছে এম এস টি আয়েশা (৫১৪, ৮৫.৬৬%) এবং তৃতীয় লেখা খাতুন (৫১১, ৮৫.১৬%)। এছাড়াও মানতাসা খাতুন ৮৩.৫% নম্বর নিয়ে সফলতা অর্জন করে। এই চারজনই সেরাজুল মাস্টারের পরিচালিত স্টুডেন্ট কোচিং সেন্টারের ছাত্রী। তাদের সাফল্যে কোচিং সেন্টারে খুশির আমেজ। এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মুখ মিষ্টি ও উপহার দিয়ে তাদের সম্মাননা জানানো হয়। শিক্ষক সেরাজুল বলেন, “এরা আমাদের সমাজের গর্ব, মেয়েদের এগিয়ে চলার প্রমাণ।” এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
