Reported By : Masud Rana
১৪ ই ডিসেম্বর, বুধবার, মুর্শিদাবাদের নিউ ফারাক্কা রেল স্টেশন এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে পড়ে থাকতে দেখে জিআরপিএফ। এরপর তড়িঘড়ি ওই অসুস্থ ব্যক্তিকে ফারাক্কা বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে কর্মরত অবস্থায় থাকা চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। এরপর খবর দেওয়া হয় ফারাক্কা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে ফারাক্কা থানায় নিয়ে আসে ও ময়নাতদন্তের জন্য প্রস্তুতি শুরু করে। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা এখনো জানা যায়নি। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে ফারাক্কা থানার পুলিশ।