Skip to content
রহস্যজনক ভাবে নিখোঁজ এক যুবক

রহস্যজনক ভাবে নিখোঁজ এক যুবক

Reported By:- MASUD RANA

সাগরদিঘি:মোবাইল দোকানে যাওয়ার নাম করে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল এক যুবক।ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির বালানগর এলাকায়। জানা যায়,১৬ই মার্চ বিকেল ৫টার দিকে সাগরদিঘি ব্লকের ডিহিবিরজ এলাকার একটি মোবাইল দোকানে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়েছিল বালানগর গ্রামের যুবক শান্তনু দাস।কিন্তু রাত হয়ে গেলেও সে বাড়ি ফিরে আসে নি।এরপর আত্মীয় স্বজনরা খুঁজতে শুরু করে।তবে তাও খোঁজ মেলেনি শান্তনু দাসের।এরপর শান্তনু দাসের পরিবারের তরফে সাগরদিঘি থানায় অবহিত করা হয়।যদিও এখনো পর্যন্ত খোঁজ মেলেনি শান্তনুর। পরিবার সূত্রে খবর,কৃষিকাজের সঙ্গে জড়িত ছিল ২৩ বছর বয়সী ওই যুবক।প্রায় সাড়ে চার বছর আগে তার বিয়েও হয়েছিল। এদিকে শান্তনুর নিখোঁজ হওয়ার পর পুরো পরিবার এইমুহূর্তে কান্নায় ভেঙে পড়েছে।

Leave a Reply

error: Content is protected !!