অশোকনগর নাট্যমুক্তি'র পরিকল্পনায় এবং সহযোগীতায় গত ২৪শে নভেম্বর অশোকনগরে হয়ে গেল এক অনবদ্য নাট্য উৎসব।নাট্যমুক্তি সংস্থার পক্ষ থেকে অভি চক্রবর্তী জানান শ্যামবাজার নাট্য চর্চা কেন্দ্র ,জোড়াসাঁকো প্যাঁচা ,বারাসাত থিয়েটার জোন ,স্টেজ দ্য ক্রিয়েটিভ ওয়ার্ল্ড -এর মতো দশটি থিয়েটার দলের উদ্যোগে এই নাট্য উৎসবে সহযোগী সংস্থার কাজটি করেছে অশোকনগর নাট্য মুক্তি ।
এদিনের উৎসবে স্টেজ দ্য ক্রিয়েটিভ ওয়ার্ল্ড মঞ্চস্থ করে একটি দলীয় প্রহসন মূলক নাটক ।তাদের প্রথম প্রযোজনা এই নাটক "রাক্ষস"এর পরিচালক শুভঙ্কর মুখার্জি ।স্টেজ দ্য ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের পুষ্পিতা জানিয়েছেন বাস্তবের সাথে রূপকথার এক অনন্য মেলবন্ধন এই নাটক।আমাদের মনে জমা হওয়া রাগ , ক্ষোভ যেগুলো দৈনন্দিন জীবনে প্রকাশ করা করা সম্ভব হয়ে ওঠেনা তারই প্রকাশ এই নাটক।যদিও দলবিরোধী এই প্রহসনকে তারা রাজনৈতিক যোগাযোগ থেকে দূরেই রেখেছেন।