Reported By : Masud Rana
১২ ই নভেম্বর, শনিবার, মুর্শিদাবাদের ডোমকলের ৮ নম্বর রায়পুর অঞ্চলে প্রায় দুই শতাধিক মানুষ যোগদান করে ভারতের জাতীয় কংগ্রেসে। জানা যায়, বিগত কয়েকদিন ধরেই মুর্শিদাবাদ জেলায় শাসক দল তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করছে অনেকেই। কখনো অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে, তো কখনো ব্লক সভাপতিদের হাত ধরে। তারা বিগত দিনে কেউ কেউ সিপিআইএম কেউ কেউ কংগ্রেস করতেন বলে জানা যায়। তারপরে তারা তৃণমূলে যোগ দিয়েছিলেন।যদিও পরে তাদের ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করতে আবার কংগ্রেসে যোগদান করেন এমনটাই তারা জানালেন যোগদানের পর। আর এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ডোমকল ব্লক সভাপতি রবিউল ইসলাম, যুব সভাপতি হাবিবুর রহমান, টাউন যুব সভাপতি মিন্টু মন্ডল সহ আরো অনেকে। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন সদ্য কংগ্রেসে যোগদানকারী নেতা ভূগোল বিশ্বাস।