রাজারহাটের নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুলে হয়ে গেল একটি লিগ্যাল অ্যাওয়ারনেস ওয়ার্কশপ

রাজারহাটের নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুলে হয়ে গেল একটি লিগ্যাল অ্যাওয়ারনেস ওয়ার্কশপ

Reported By News Dask
সমাজ যত উন্নত হচ্ছে,দিনে দিনে তত যৌন নির্যাতন বেড়েই চলেছে আমাদের সমাজে।তিন বছরের শিশু ও রেহাই পাচ্ছেনা সেই তালিকা থেকে।তাই প্রতিটি শিশু এবং মহিলার উচিত,সচেতন হয়ে সতর্কতা অবলম্বন করা।সেই ভাবনা থেকেই রাজারহাটের নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং স্কুলে হয়ে গেল একটি লিগ্যাল অ্যাওয়ারনেস ওয়ার্কশপ।
তিরিশ বছরের পুরনো এই বোর্ডিং স্কুলটি যেহেতু কোয়েট,ছেলে-মেয়ে একসঙ্গে পড়ার কারণে সাবধানতার দিকে নজর রাখাটা খুব গুরুত্বপূর্ণ।তাই স্কুলের প্রতিটি স্টাফ, শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পাহারাদার প্রত্যেকেই যোগ দিয়েছেন এদিনের কর্মশালায়।এদিনের কর্মশালায় মূল বক্তা ছিলেন হিউম্যান রাইটসের সদস্যরা।ছেলে মেয়ে একসঙ্গে হোস্টেলে থাকা,পড়াশোনা করাতে যাতে কোনও অঘটন না ঘটে,সেই উদ্দেশ্যেই এদিনের কর্মশালার আয়োজন।বোলপুরেও নতুন স্কুল তৈরি চলছে।এদিনের বোলপুরের যোগ দিতে এসেছিলেন সেখানকার কর্মকর্তারাও।এই স্কুলে প্রতি সপ্তাহে কাউন্সিলিংয়েরও ব্যবস্থা রয়েছে।জানালেন স্কুলের ফাউন্ডার সেক্রেটারি অণ্ড ম্যানেজিং ট্রাসটি মিনা শেঠী মন্ডল।

রাজারহাটের নর্থ পয়েন্ট সিনিয়র সেকেন্ডারি বোর্ডিং

Leave a Reply

error: Content is protected !!