রাজ্য কমিটির সদস্যরা এদিন তারা 6 দফা দাবির মধ্য দিয়ে জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। যার মধ্যে ছিল কেন্দ্র সরকারের 25 শতাংশ মহার্ঘভাতা অবিলম্বে তা দিতে হবে যা রাজ্য সরকারের গড়িমসির কারণে বন্ধ হয়ে রয়েছে ।যত্রতত্র রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে বদলি করা যাবে না এবং যারা অস্থায়ীভাবে কাজ করছে তাদেরকে স্থায়ীকরণ করতে হবে। পেট্রোপণ্যের দাম কমাতে হবে। অন্যদিকে বাজারে যেভাবে বিভিন্ন জিনিসের দাম হুহু করে বেড়ে চলেছে তাতে রাস টানতে হবে। এইগুলি যদি জেলাশাসক তাদেরকে আশ্বাস দেন তাহলে তারা আন্দোলন তুলবেন নচেৎ আগামী দিনে তারা বড়োসড়ো আন্দোলনের ডাক দিয়েছেন।