রাজ্য বেসরকারি বিদ্যুৎ দপ্তরের কাস্টমার সার্ভিস সেন্টার কর্মীদের বঞ্চনার প্রতিবাদ আন্দোলন

রাজ্য বেসরকারি বিদ্যুৎ দপ্তরের কাস্টমার সার্ভিস সেন্টার কর্মীদের বঞ্চনার প্রতিবাদ আন্দোলন

Reported By:-  BINOY ROY

বেসরকারি একটি কোম্পানির কর্মীদের মাধ্যমে রাজ্য বিদ্যুৎ দপ্তরের কাস্টমার সার্ভিস সেন্টার গুলি চালানো হয়। সেই সব কর্মীরা তাদের বঞ্চনার প্রতিবাদ জানাতে আন্দোলনের ডাক দিয়েছেন। তারা ইতিমধ্যেই তাদের কাজে ধর্মঘট করে প্রতিবাদের পথে নেমেছেন। ফলে বিদ্যুৎ দপ্তরের কাস্টমার বা গ্রাহকরা সমস্যায় পড়েছেন। ওইসব কর্মীদের অভিযোগ, যে সংস্থার হয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছিলেন, মালিকপক্ষ তাদের সমস্যার সমাধানে কোনও পদক্ষেপ নিচ্ছে না। গত তিনমাস ধরে তারা তাদের কাজের জন্য কোনও সাম্মানিক পাচ্ছেন না। এমনকি যাতায়াতের খরচ বাবদ তাদেরকে যে টাকা দেওয়া হতো, তাও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে তারা সংসার চালাতে হিমসিম খাচ্ছেন। টাকা ধার করে সংসার চালাতে হচ্ছে। এই চিত্র গোটা রাজ্যের বলে তারা জানিয়েছেন। বহরমপুর শহরের গোরাবাজারে বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে দেখা গেল ওইসব কর্মীরা কাজ বন্ধ করে আন্দোলন করছেন। মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রায় ৪০ জন কর্মী রয়েছেন। গোটা রাজ্যের সঙ্গে এই জেলাতেও কর্মীরা আন্দোলনে নেমেছেন। তাদের দাবি মানা না হলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন বলে দাবি তাদের।

Leave a Reply

error: Content is protected !!