রাজ্য সরকারের কোনো উন্নয়ন পৌঁছায়নি সীমান্ত লাগুয়া জলঙ্গী ব্লকের ঘোষপাড়া অঞ্চলে – G Tv { Go Fast Go Together)
রাজ্য সরকারের কোনো উন্নয়ন পৌঁছায়নি সীমান্ত লাগুয়া জলঙ্গী ব্লকের ঘোষপাড়া অঞ্চলে

রাজ্য সরকারের কোনো উন্নয়ন পৌঁছায়নি সীমান্ত লাগুয়া জলঙ্গী ব্লকের ঘোষপাড়া অঞ্চলে

REPORTED BY:-MASUD RANA

রাজ্য সরকারের কোনো উন্নয়ন পৌঁছায়নি সীমান্ত লাগুয়া জলঙ্গী ব্লকের ঘোষপাড়া অঞ্চলের উদয় নগর চর কলোনি তে,
স্থানীয়দের দাবি যে শুধু ভোটের সময় নেতাদের দেখা যায়,তার পরে আর দেখা যায়না ,অঞ্চলের কয়েক জন মেম্বার ছাড়া।

একাধিক সমস্যার কথা তুলে ধরেন চরের স্থানীয় মানুষ,যেমন রাস্তার সমস্যা,জলের সমস্যা,শিক্ষার সমস্যা ,সাস্থ্য পরিষেবা নেই ।

বিদ্যুতের সমস্যা থাকলে কয়েক মাস হলো সোলার প্রজেক্ট মাধ্যমে বিদ্যুৎ সংযোগ হয়েছে।

কিন্তু বন্যার সময় আসলেই জলে ডুবে যায় এলাকা।যদি ধালায় রাস্তা করা হয় তাহলে,অনেক টা উপকার হবে।আর ভোটের আগে নেতারা এসে ঘোষণা করেছিল যে কয়েক দিনের মধ্যেই রাস্তার কাজ শুরু হবে,এমনকি রাস্তার মাপ যোক সবই করেছে।কিন্তু রাস্তা এখনও হয়নি।

এই ঘটনায় ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের দুই সদস্য রাজদুল ইসলাম ও রাফিকুল ইসলাম বাবু জানান যে আমরা শুনেছিলাম যে চরে রাস্তা হবে ,কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পায়নি।

আমাদের পঞ্চায়েত সদস্য হিসেবে যতটুকু সম্ভব হয় সাহায্য করি চরের মানুষের জন্য।তাদের কোনো সমস্যা হলে যতটা পারি পাশে থাকি এবং আগামী দিবে পাশে থাকার চেষ্টা করবো।

Leave a Reply

Translate »
Call Now Button