Reported By:- Binoy Roy
প্রাক্তন রাজ্য সরকারের খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক একজন চোর। তিনি বাংলার মানুষের মাথা হেট করে দিয়েছেন। এভাবেই রেশন কেলেঙ্কারিতে গ্রেফতার খাদ্য মন্ত্রীর সমালোচনা করল মুর্শিদাবাদ জেলা যুব মোর্চার সদস্য বৃন্দ। বুধবার দুপুরে বহরমপুর শহরের বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল করে অভিযুক্ত মন্ত্রীর অপসারণ চেয়ে ধর্নায় বসলেন যুব মোর্চার সদস্য বৃন্দ। বহরমপুর শহরের টেক্সটাইল কলেজ মোড়ে এই ধর্না দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা বিজেপির বিভিন্ন নেতা ও যুব মোর্চার সদস্য -সমর্থকরা। তারা জানান, প্রাক্তন খাদ্য মন্ত্রী বাংলার মাথা হেট করে বে আইনী করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। সবই গরীবের খাদ্য চুরি করে। আমরা তার অপসারণ চায়। অন্য দিকে, জেলার জেলাশাসক ও খাদ্য দপ্তরের আধিকারিক কে হুঁশিয়ারি দিয়ে বলেন, মুর্শিদাবাদ জেলায় ভুয়ো প্রায় ১২লাখ রেশন কার্ডে রেশন বিলি করা হচ্ছে। প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ না করলে তাদের কাছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আসতে দেরি হবে না।
এদিন বিজেপির পক্ষ থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের ছবি পোড়ানো হয়।