Reported By : Masud Rana
৩ রা ডিসেম্বর, শনিবার, মুর্শিদাবাদের রাণীনগরের ডিগ্রী ঘোষপাড়া আদর্শ সমিতির ফুটবল মাঠে বিধায়ক এবং বিশিষ্ট সমাজসেবীদের উপস্থিতিতে আট দলীয় নকআউট ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হল। শনিবার ডিগ্রী ঘোষপাড়া আদর্শ সমিতি ক্লাবের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়। দুই দিন ধরে এই খেলা চললেও শনিবার ছিল ফাইনাল খেলা। খেলায় অংশগ্রহণ করেছিলেন ডোমকল বেঙ্গল অ্যাকাডেমি বনাম রাণীনগর নেতাজী স্পোর্টিং ক্লাব। খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার খেলাপ্রেমী মানুষজন থেকে বহিরাগত দর্শকেরাও। দুইদিন ধরে খেলা উপভোগ করেন স্থানীয় মানুষ থেকে খেলোয়াড়েরাও। শনিবার ফাইনাল খেলায় মঞ্চে উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রাজ্জাক, ডাঃ আব্দুর রশিদ, মাইনুদ্দিন সেখ, ক্লাব সম্পাদক মোহাম্মদ সেলিম। খেলা শেষে ২-০ গোলে জয়লাভ করেন ডোমকল বেঙ্গল অ্যাকাডেমি। খেলা শেষে জয়ী টিমের হাতে নগদ টাকা সহ ট্রফি তুলে দিলেন আব্দুর রাজ্জাক এবং মাইনুদ্দিন সেখ।