Reported By : Masud Rana
২৪ শে ডিসেম্বর, শনিবার, মুর্শিদাবাদের রাণীনগর বিধানসভার শেখপাড়া ফুটবল ময়দানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রায় ৮ হজার তৃনমূল কর্মী সমর্থক নিয়ে এই বিক্ষোভ সমাবেশ হয়। ওই বিক্ষোভ সমাবেশের পাশাপাশি যোগদান সভাও হয়। বিভিন্ন দল ছেড়ে প্রায় এক হাজার কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দেন বলে জানিয়েছেন ওই বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন। সেখানে উপস্থিত ছিলেন জেলার সভানেত্রী শাওনী সিংহ রায়, রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেন, জলঙ্গি বিধানসভার বিধায়ক আব্দুর রাজ্জাক, রানীনগর ২ ব্লক সভাপতি শাহ আলম সরকার সহ আরো অনেক নেতৃবৃন্দ।