রাণীনগরে মাদকবিরোধী অভিযান: ২৭৫ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

রাণীনগরে মাদকবিরোধী অভিযান: ২৭৫ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

Reported By :- Masud Rana

মুর্শিদাবাদ জেলার রাণীনগরের কাতলামারী পালপাড়া এলাকায় আজ (২৮ ডিসেম্বর ২০২৪) দুপুর ১:০৫ মিনিটে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে একটি অভিযানে অংশ নেয়। অভিযানে ২৫ বছর বয়সী রাজেশ শেখ, পিতা জাহাঙ্গীর শেখ, ২৭৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হন।

পুলিশ জানায়, অভিযানের সময় কাতলামারী কুঠিপাড়ার চাষের জমি থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় রাণীনগর থানায় NDPS আইনের ২১(c) এবং ২৯ ধারার অধীনে মামলা নং ৭৬৯/২৪, তারিখ ২৮/১২/২৪ দায়ের করা হয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিযুক্তকে আজ আদালতে হাজির করা হবে এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে। স্থানীয় জনগণের মধ্যে এই পদক্ষেপের জন্য প্রশংসা বৃদ্ধি পেয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকদ্রব্যের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ ধরনের অভিযান মুর্শিদাবাদে মাদকদ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে যাতে করে মাদক ব্যবসার বিরুদ্ধে একযোগে লড়াই করা সম্ভব হয়।

Leave a Reply

error: Content is protected !!