Skip to content
রাতভর বেপরোয়া ভাবে সোনার দোকানে চুরির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা

রাতভর বেপরোয়া ভাবে সোনার দোকানে চুরির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা

Reported By:- Binoy Roy

রাতভর বেপরোয়া ভাবে সোনার দোকানে চুরির ঘটনা ঘটালো দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতের এই ঘটনা ভরতপুর থানা সংলগ্ন এলাকার। প্রায় ৬০ লক্ষ টাকার গহনা চুরির অভিযোগ করেছেন দোকান মালিক সাবিনা ইয়াসমিন। পরে ভরতপুর থানার পুলিশ এসে তদন্ত করলেও দুষ্কৃতিতে ধরা যায়নি। সিসি ফুটেজে দেখা গিয়েছে এদিন রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। তাদের তাদের হাতে শাবল লোহার রড ইত্যাদিও ছিল। আগাগোড়া কাপড় দিয়ে মুখ মোরা দুষ্কৃতীদের। প্রথমে দোকানের পিছনে দেওয়ালের সিদ কাটার চেষ্টা চালায় দুষ্কৃতীরা। চেষ্টা বিফল হলে পরে দোকানের সামনে সাটার ভেঙে চুরির ঘটনা ঘটায় । এমনকি চুরি করা সামগ্রী ওই দোকানের পিছনে ভাগাভাগি করার ঘটনাও দেখা গিয়েছে। খোদ থানা লাগোয়া দোকানে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

error: Content is protected !!