Reported By:- Binoy Roy
রাতের অন্ধকারে কংগ্রেসের শীতবস্ত্র প্রদান মঞ্চের কাপড় ছিড়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রে বহরমপুর থানার ভাকুড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তালবাগানপাড়া এলাকায়। এলাকার কংগ্রেস নেতা সাবির সেখ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর সাংসদ অধীর চৌধুরী নির্দেশে শুক্রবার সকাল ১০ টা থেকে এলাকায় শীতবস্ত্র প্রদান করা হবে। সেই অনুযায়ী বৃহস্পতিবার রাত্রেই মঞ্চ বাধার কাজ শেষ হয়। শুক্রবার সকালে তারা দেখতে পায় রাতের অন্ধকারে কেউ তাদের মঞ্চের কাপড় ছিড়ে দিয়েছে। তাদের অভিযোগ এলাকার তৃণমূল কংগ্রেসের লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে। কারণ তারা অধীর চৌধুরীকে ভয় পাচ্ছে। মানুষ কংগ্রেসের সঙ্গে আছে সামনের লোকসভা ভোট বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসী শেষ কথা বলবে। সেই ভয়েই তারা বিরোধীদেরকে কোন কাজ করতে দিচ্ছে না। বরমপুর থানা পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ আসে।শুক্রবার সকাল থেকে পুনরায় মঞ্চ বাধার কাজ শুরু হয়।