রাতের অন্ধকারে তালা ভেঙ্গে চুরি এক ল্যাব সেন্টারে

রাতের অন্ধকারে তালা ভেঙ্গে চুরি এক ল্যাব সেন্টারে

REPORTED BY:-MASUD RANA

মঙ্গলবার গভীর রাতে পিছনের গেটের তালা ভেঙ্গে চুরি করে চম্পট দিল একদল দুষ্কৃতি। বুধবার সকালে জানতে পেরে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ডোমকলের বিডিও মোড় এলাকায়। জানাযায়, মর্নিং লাইট ডায়গনিক সেন্টার অ্যান্ড পলিক্লিনিক নামক ল্যাব সেন্টার থেকে পিছন দিকের দুটি তালা ভেঙ্গে কম্পিউটার, রক্ত পরিক্ষা করার জিনাসপত্র সহ নগদ দেড় লক্ষ্য টাকা চুরি যায় বলে অভিযোগ ল্যাব মালিকের। সিসি টিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়ে তবে সঠিকভাবে চিহ্নিত করা যায়নি বলেও জানান। সব মিলিয়ে ৪ লক্ষ্য টাকার চুরি বলে জানান ল্যাব মালিক।

চুরির ঘটনায় ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিডিও মোড় এলাকাতে সিসিটিভি থাকা সত্তেও চুরির ঘটনায় স্বভাবতই আতঙ্কে প্রতিবেশী

Leave a Reply

error: Content is protected !!