রাতের অন্ধকারে দোকান সাটারের তালা বন্ধ ভেঙে চুরির ঘটনা ঘটল মুর্শিদাবাদের জলঙ্গির ইনাদপুর এলাকায় S.A এন্টারপ্রাইজ সহ আরো তিনটি দোকানে যদিও এলাকার মানুষের দাবি বড়বাজার হলেও কিন্তু রাতের বেলায় পুলিশের গাড়ি রাতের বেলায় পুলিশের পুলিশের গাড়ি একবারও না আসার কারণেই এই এলাকায় চুরি বাড়ছে বলে জানাচ্ছেন এলাকার মানুষজন তবে এলাকার মানুষের দাবি গতকাল রাত্রে S.A এন্টারপ্রাইজের প্রায় লক্ষাধিক টাকা দোকানে ছিল আর সেই টাকাসহ কিছু ওষুধ পত্র নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল চোরের প্রায় লক্ষাধিক টাকা দোকানে ছিল আর সেই টাকাসহ কিছু ওষুধ পত্র চুরির অভিযোগ উঠল এলাকার মানুষের দাবি সুষ্ঠুভাবেই এলাকা চললেও কিন্তু এই এলাকার চুরির ঘটনা উল্লেখযোগ্য কিছুদিন আগে পাশের এলাকায় চুরির ঘটনায় চোরকে মেরে ফেলা হয়েছিল আর তারপরে আবারও ইনাতপুর এলাকায় চুরিতে আতঙ্কিত এলাকাবাসী