২৪ শে অক্টোবর, সোমবার, সাগরপাড়া থানার রওশাননগর এলাকায় রাতের অন্ধকারে এক বিঘা পটলের গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ রবিবার রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, আইফুল সেখ নুরুল সেখের জমি দু লাখ টাকায় কিনে নেয়। তার বিনিময়ে তাকে দেড় লক্ষ টাকা দিয়েও দেয়। প্রায় দশ বছর ধরে আইফুল সেখ নুরুল সেখের জমি চাষ আবাদ করত। চার বছর আগে সেই জমি নিজের মেয়ের বিয়ের জন্য বিক্রি করার কথা বলে নুরুল সেখ। সেইমত আইফুল সেখের কাছ থেকে টাকাও নিয়ে নেয়। আর পঞ্চাশ হাজার টাকা জমি রেজিস্ট্রির পর দিয়ে দেওয়ার কথা হয়। এখন নুরুল সেখ বলেন, তিনি জমি বিক্রি করেননি। জমি ৭০,০০০ হাজার টাকায় লিজ দিয়েছিলেন। এই নিয়ে আইফুল সেখের সঙ্গে নুরুল সেখের ঝামেলা চলছিল। জানা যায়, সেই রাগে গতরাতে নুরুল সেখ আইফুল সেখের পটলের জমি রাতের অন্ধকারে কেটে দেয় বলে অভিযোগ ওঠে। আর এই ঘটনার পর আজ সকালে সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে নুরুল সেখের বিরুদ্ধে। এমতাবস্থায় সুষ্ঠু বিচার চায়ছেন ক্ষতিগ্রস্ত জমির মালিক আইফুল সেখ।