লোকসভা নির্বাচনের আগে রাতের অন্ধকারে ফের এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করলো দুষ্কৃতিরা। বুধবার রাতে মুর্শিদাবাদ থানার আমানিগঞ্জ চর এলাকার ঘটনা। ঘটনায় মৃত ওই তৃণমূল কর্মীর পরিবার সদস্যদের বক্তব্য- গত রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে বাড়ির সামনেই তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতিরা। শরীরে একাধিক গুলি লাগে শ্যাম বাবু রায় নামে ওই তৃণমূল কর্মীর। এরপর তাকে তৎক্ষনাৎ নিয়ে যাওয়া হয় লালবাগ মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই খুনের ঘটনায় মৃতের পরিবার সদস্যরা অভিযোগের আঙুল তুলেছে স্থানীয় নির্দল পার্টির কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। রাজনৈতিক কারণেই এই খুন বলে দাবি মৃতের পরিবার সদস্যদের। ঘটনাকে ঘিরে লোকসভা নির্বাচনের আগে স্বাভাবিকভাবে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। ঘটনায় মৃত ওই তৃণমূল কর্মীর পরিবার সদস্যদের তরফ থেকে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। তবে এই ঘটনার পর থেকে এখনও পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।