REPORTED BY:- BINOY ROY
অভিযোগের তির দুস্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাত্রে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্ত্বরের মাতৃযান স্ট্যান্ডে। মাতৃযান চালকরা জানিয়েছেন, তাদের মাতৃযান অ্যাম্বুলেন্স রাখা ছিল হাসপাতালের স্ট্যান্ডে। রাতের অন্ধকারে পরপর ১০ টি মাতৃযান অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। তারা বিনামূল্যে সাধারণ মানুষকে পরিষেবা দেন। তার পরেও তাদের উপর কার এতো ক্ষোভ সেটা বুঝতে পারছেন না তারা। এদিন চালকরা মেডিক্যাল কলেজ হাসপাতালের এম এস ভি পি কে লিখিত অভিযোগ জানিয়েছেন পাশাপাশি স্থানীয় পুলিশ ক্যাম্পে তারা অভিযোগ জানিয়েছেন।