Skip to content
রানীনগরে আগ্নেয়াস্ত্রসহ দুই গ্রেপ্তার

রানীনগরে আগ্নেয়াস্ত্রসহ দুই গ্রেপ্তার

Reported By:- Binoy Roy

গতকাল গভীর রাতে রানীনগর থানার গোধনপাড়া এলাকায় পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন অবস্থায় দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশি চালানো হয়। তল্লাশি শেষে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ৭এমএম পিস্তল, দুটি খালি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি।গ্রেপ্তারকৃতদের নাম জানা গেছে মিরাজুল শেখ এবং বাবলু শেখ। মিরাজুল শেখ রানীনগর থানার এলাকার বাসিন্দা, আর বাবলু শেখ ডোমকল থানার এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তারা কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে রানীনগর থানার সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন, সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তিকে আজ সাত দিনের পুলিশি হেফাজতে পাঠানোর আবেদন জানানো হয়েছে। পুলিশ প্রশাসন আশা করছে, তদন্তের মাধ্যমে তারা এই ঘটনার আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে।

Leave a Reply

error: Content is protected !!