Reported By : Masud Rana
২৭ শে ডিসেম্বর, মঙ্গলবার, রানীনগরের সেখপাড়া বাবুলতলী খলিলুর রহমান বিদ্যানিকেতনে খোঁজ মিলল ভুয়ো গ্রুপ ডি কর্মীর। হাইকোর্টের নির্দেশের পর চাকরি যাবার নির্দেশ এল হানিফ সেখ নামের এক ভুয়ো গ্রুপ ডির কর্মীর কাছে। ওই গ্রুপ ডি কর্মীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে প্রথমবার ফোন ধরলেও পরে ফোন সুইচ অফ করে দেয়। ২০১৮ সালের ২৪ শে এপ্রিল থেকে তিনি বাবুলতলী খলিলুর রহমান বিদ্যানিকেতনে জয়েন করেছিলেন। তারপর টানা চারবছর তিনি ওই স্কুলে ল্যাব কর্মীর কাজে করেন। তারপর হাই কোর্টের নির্দেশের পর ওই শিক্ষকের চাকরি বাতিল হয়। আর ওই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্কুলের তরফ থেকে ওই শিক্ষককে স্কুলে ঢুকতে বারণ করা হয়। এই ঘটনার পর এলাকাবাসীরা বলেন, এটা খুব খারাপ জিনিস। ঘুষ দিয়ে চাকরি ঠিক নয়। সাধারণ মানুষও চাইছেন এই ধরনের ভুয়ো শিক্ষক ও অশিক্ষক খুঁজে সেগুলোকে যেন অবিলম্বে বাতিল করা হয়।