Reported By:- Binoy Roy
গতকাল গভীর রাতে মুর্শিদাবাদের রানীনগর থানার ইউসুফের বটতলায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। এই অভিযানে ৬ জন বাংলাদেশি এবং ১ জন ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়। ধৃত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ, কেতাবুর, কামালউদ্দিন, কালামুদ্দিন, মোহাম্মদ সেলিম, এবং মোহাম্মদ জুয়েল (রানা) – সকলেই বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা। অন্যদিকে, আটক ভারতীয় দালালের নাম আসরিল শেখ, যিনি রানীনগর থানার অধীনে অবস্থান করেন।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারদের আজ পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। তবে, কেন এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছিল সে নিয়ে তদন্ত শুরু হয়েছে।মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতারের ঘটনা ঘটছে। এর ফলে স্থানীয় জনগণের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে যে, এই জেলা কি অনুপ্রবেশের একটি করিডোরে পরিণত হচ্ছে। পুলিশ প্রশাসন এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে এবং অভিযান অব্যাহত রাখার সংকল্প ব্যক্ত করছে।