২৫শে জানুয়ারী ২০২৫ অর্থাৎ শনিবার , রানী ধন্যা কুমারী কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের (ইগনু) স্টাডি সেন্টারের প্রমোশনাল অ্যাক্টিভিটিজ ও ইনডাকশন মিটিং। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক ছাত্র-ছাত্রী, ১৫ জন কাউন্সিলর এবং কলেজের অধ্যাপক-অধ্যাপিকাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সূচনা করেন কলেজের অধ্যক্ষ ডক্টর অজয় অধিকারী মহাশয়, যিনি ছাত্রদের উদ্দেশ্যে সমৃদ্ধ শিক্ষা জীবন গড়ার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের জিবির প্রেসিডেন্ট মাননীয় অরুণ সাহা মহাশয়।
ইগনুর কাউন্সিলর বৃন্দ বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা করেন, যেখানে ছাত্রছাত্রীদের পেশাভিত্তিক এবং বিভিন্ন কোর্স সম্পর্কে মোটিভেশন দেওয়া হয়। ইগনু স্টাডি সেন্টারের কো-অর্ডিনেটর অধ্যাপক গিরিধারী সাহা ও অ্যাসিস্ট্যান্ট রঞ্জন কুমার সাহা কলেজের পঠন-পাঠন, ভর্তি ও প্রশাসনিক দিকগুলো তুলে ধরেন।
এই অনুষ্ঠানের মাধ্যমে নতুন সেশনের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার মান বৃদ্ধি ও পেশাভিত্তিক সচেতনতা তৈরি করার লক্ষ্যে সংকল্প ব্যক্ত করা হয়। স্থানীয় অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব বাড়িয়ে দেয়।