Reported By :- Masud Rana
গতকাল (16.03.2025) মুর্শিদাবাদের জলঙ্গীর কালীগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পাটকাঠির বাড়ি সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার সময়, রাকিবুল সেখ নামের একজন বাসিন্দা ইফতারের আয়োজন করতে ব্যস্ত ছিলেন, তখন হঠাৎ করে রান্নার উনুন থেকে আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা আগুন নিভানোর চেষ্টা করার আগেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িকে গ্রাস করে।
রাকিবুল সেখ সংবাদমাধ্যমকে জানান, “আমার নামে সরকারি ঘরের বরাদ্দ আসলেও কেন আমি তা পাইনি, আমি জানি না। যদি ঘর পেতাম, তাহলে হয়তো আজ এই অবস্থায় পড়তে হতো না।” এই অগ্নিকাণ্ডের ফলে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে এবং পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে।
এলাকার লোকজন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। জলঙ্গী থানার পুলিশ ও স্থানীয় সিপিআইএম পঞ্চায়েতের সদস্য হিল্লাল হোসেন ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এলাকাবাসীরা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি সাহায্যের আবেদন করেছেন এবং এই ঘটনার প্রেক্ষাপটে রমজান মাসের গুরুত্বের কথা উল্লেখ করেছেন।
বর্তমানে রাকিবুল সেখ ও তার পরিবার কিভাবে বাঁচবে, সেই চিন্তায় দুশ্চিন্তাগ্রস্ত। তাদের এই দুঃখজনক অবস্থার কথা শুনে স্থানীয়রা সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন।