সোমবার দুপুর দুটো নাগাদ বাড়ির গৃহবধূ রান্না করছিলেন এমত অবস্থায় রান্নার উনুনের আগুন ধরে যায় পাটকাঠির বেড়ায়।তার পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে ।তার পরে পাশের আরেক বাড়িতে আগুন চলে যায়।
আগুন দেখে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে এবং দমকল কে খবর দেন
আগুন নেভানোর চেষ্টা করতেই আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায় দুটো বাড়ি।
আনমাকিন পাঁচ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ফরিদপুর অঞ্চলের পোল্লাডাঙ্গা গ্রামের শাহাজি পাড়ার নূর ইসলাম সেখ ও রেজু শেখ বাড়িতে।
পরিবার সূত্রে জানা যায় যে বাড়িতে একটি মোটর সাইকেল ও দুটো সাইকেল, ভ্যান সহ চাল,গম ইত্যাদি।