Reported By : Masud Rana
২৭ শে ফেব্রুয়ারি , সোমবার, জলঙ্গীর খয়রামারী অঞ্চলের ডিলারের মোড় এলাকায় রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। রাস্তায় বাঁশ বেঁধে অবরোধ করা হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবরুদ্ধ হয়ে পড়ে ডোমকল ধনিরামপুর রাজ্য সড়ক। স্থানীয় সূত্রে জানা যায়,ডিলারের মোড় থেকে বিলের ধার যাওয়ার প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় পড়ে রয়েছে। রাস্তাটির সামান্য অংশ ঢালাই করা হয়েছে। বাকি অংশ কাঁচা রাস্তা। রাস্তার মধ্যে বড় বড় গর্ত থাকায় বর্ষার সময় সমস্যায় পড়েন গ্রামবাসীরা। বাজার ঘাটে যেতে হলে কাঁদাপাক ডিঙিয়ে যেতে হয় গ্রামবাসীদের। পাশাপাশি এই রাস্তা দিয়েই বিলে যেতে হয় কৃষকদের। ফসল তুলে আনার সমস্যা হয় সকলের। সেই কারনেই আজ বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। প্রায় এক ঘন্টা ধরে চলে এই রাস্তা অবরোধ। ঘটনার পর সাগরপাড়া থানার পুলিশ আসে। কিছু পরে জলঙ্গী ব্লকের জয়েন্ট বিডিও এসে গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করে। জয়েন্ট বিডিওকেও ঘিরে বিক্ষোভ দেখান হয়। পরে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে খারাপ রাস্তাটি পরিদর্শন করেন জয়েন্ট বিডিও সুশান্ত মন্ডল। শেষে পুলিশ প্রসাশন এবং জয়েন্ট বিডিওর মৌখিক আশ্বাসে পথ অবরোধ উঠে যায়।