REPORTED BY:- BINOY ROY
শনিবার সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জ থানার কোহেতপূর এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে সামসেরগঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। কে বা কারা জনবসতি এলাকার মধ্যে জারে বোমা রেখেছিলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে রামপুরহাট কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কে কড়া বার্তা দেওয়ার পরেই জোরদার তৎপরতায় বোমা উদ্ধ্যারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামসেরগঞ্জে।