বহরমপুর জেলা প্রশাসনিক ভবনের সামনে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন বন্ধ করার বিরুদ্ধে রাস্তায় নামল জেলা কংগ্রেস। সোমবার বহরমপুর জেলা কংগ্রেস ভবন থেকে জেলা কংগ্রেসের এসসি এসটি সেলের উদ্যোগে প্রতিবাদ মিছিল বের হয়। গোটা বহরমপুর শহর এই মিছিল পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের এসসি এসটি সেলের সভাপতি হিরু হালদার। মিছিলে উপস্থিত ছিলেন বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা। এদিন জেলা কংগ্রেসের এসসি এসটি সেলের সভাপতি হিরু হালদার বলেন, দীর্ঘদিন ধরে গান্ধী মূর্তির পাদদেশে বিভিন্ন রাজনৈতিক দলের এমনকি সাধারণ মানুষের আন্দোলনের একটি নির্দিষ্ট জায়গা ছিল। জেলা প্রশাসন সেই জায়গা ঘিরে দিয়ে শহরের মানুষের আন্দোলনের অধিকার কেড়ে নিচ্ছেন। তারই প্রতিবাদে এই মিছিল। ওই জায়গা খুলে না দিলে আগামী দিন কংগ্রেস আমরন অনশনের পথে আন্দোলন করবে।