রাস্তা উদ্বোধন করতে এসে বিস্ফোরক মন্তব্য সৌমিক হোসেনের

রাস্তা উদ্বোধন করতে এসে বিস্ফোরক মন্তব্য সৌমিক হোসেনের

Reported By : Masud Rana
২৫ শে ডিসেম্বর, সোমবার, ধুলাউড়িতে রাস্তা উদ্বোধন করতে এসে বিস্ফোরক মন্তব্য সৌমিক হোসেনের। ধুলাউড়িতে লোকাল নেতৃত্বের লোভের জন্যই পঞ্চায়েতে ভরাডুবি তৃণমূলের, বিস্ফোরক মন্তব্য বিধায়ক সৌমিক হোসেনের, লোকাল নেতাদের কারণেই তাদের লোভের জন্যই ধুলাউড়ি পঞ্চায়েতে ভরাডুবি তৃণমূলের। মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য তজিমুদ্দিন খানের অর্থ তহবিল থেকে একটি রাস্তা নব নির্মিত হবে বলে জানা যায় রবিবার বিকেলে। সেই কর্মসূচিতে চমক হিসেবে উপস্থিত ছিলেন রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন, তজিমুদ্দিন খান, অঞ্চল সভাপতি সফিকুল মোল্লা সহ আরো অনেকে। গত পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে থাকলেও গ্রাম পঞ্চায়েতে ভরা ডুবি হয়েছে এই ধুলাউড়ি অঞ্চলে, আর সেই প্রসঙ্গে বিধায়ক বলেন লোকাল তৃণমূল নেতাদের জন্যই গ্রাম পঞ্চায়েত হারিয়েছে তৃণমূল, লোকাল নেতাদের লোভের জন্যই পঞ্চায়েতে ভরাডুবি তৃণমূলের, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বন্ধ থাকবেনা বলে জানান বিধায়ক সৌমিক হোসেন।

Leave a Reply

error: Content is protected !!