Skip to content
রাস্তা খারাপের জন্য চাল বোঝাই লরি উল্টে গেল দুবরাজপুরে

রাস্তা খারাপের জন্য চাল বোঝাই লরি উল্টে গেল দুবরাজপুরে

 

দুবরাজপুর থেকে রেল স্টেশন যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ থাকায় চাল বোঝাই লরি উল্টে গেল দুবরাজপুর কৃষক বাজারের কাছে। এই চাল গুলো এফসিআই গোডাউন থেকে খয়রাশোল যাচ্ছিল। কিন্তু গোডাউন থেকে বেরিয়ে মাত্র ৫০ মিটার দূরে গিয়ে ৩০০ বোঝায় চালের লরিটি উল্টে গেল। যদিও বা চালক ও খালাসি হতাহত হইনি। চালক জানান, দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ থাকার জন্য এই দুর্ঘটনা ঘটে। এটা নিয়ে তিনটি চাল বোঝাই লরি উল্টে যায়। কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই।

Leave a Reply

error: Content is protected !!