রাস্তা মেরামতের দাবিতে পদযাত্রা করলেন অধীর রঞ্জন চৌধুরী

রাস্তা মেরামতের দাবিতে পদযাত্রা করলেন অধীর রঞ্জন চৌধুরী

Reported By : Binay Roy

১৩ ই নভেম্বর, রবিবার, সকালে বড়ঞা থানার কুলি চৌরাস্তা থেকে মারুট পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটার রাস্তা মেরামতের দাবিতে ২২ কিলোমিটার পদযাত্রা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। স্থানীয় মানুষজন ও পথচারীদের দাবি, বারবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও সমস্যার কোনো সমাধান মেলেনি। অবশেষে ভুক্তভোগীরা কংগ্রেসের দ্বারস্থ হলে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে পথে নামেন কংগ্রেস সাংসদ। যে বাদশাহী রোডের গুরুত্ব অপরিসীম, সেই রাস্তা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে বেহাল অবস্থায়। এই পরিস্থিতিতে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, অবিলম্বে ওই রাস্তা মেরামত করা না হলে আগামীতে রাস্তা অবরোধ সহ বৃহত্তর আন্দোলনে পথে নামবে কংগ্রেস।

Leave a Reply

error: Content is protected !!