২৭ তারিখ অর্থাৎ বুধবার বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারের রিক্রিয়েশন ক্লাবে সংশোধনাগারের ডিআইজি এবং সুপারিটেন্ডেন্ট সাহেবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো একটি হেলথ চেকআপ ক্যাম। উক্ত ক্যাম্পে বহরমপুর সংশোধনাগারের কর্মরত সকল স্তরের সরকারি কর্মচারীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হলো। শুধু তাই নয় সেই কর্মরত সকল কর্মচারীদের বাড়ির মানুষদেরও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হলো। স্বাস্থ্য পরীক্ষা করতে এসেছিল দিশান হসপিটালের কর্মরত চিকিৎসক বৃন্দ। ব্লাড প্রেসার টেস্ট সুগার টেস্ট, এবং ইসিজির মাধ্যমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হলো। দিশান হসপিটালের কর্তব্যরত প্রতিনিধি দেবার্ঘ সাহা জানালেন তাদের হসপিটালে সরকারি হেলথ স্কিমের সুব্যবস্থা আছে এবং বিশেষ করে কার্ডিও বিভাগ, অর্থোপেডিক বিভাগ, নিউরো বিভাগ, এবং এমারজেন্সির সমস্ত ধরনের সুবিধায় এখানে রয়েছে। রিক্রিয়েসান ক্লাব-এর জয়েন্ট সেক্রেটারি মিন্টু সোম জানালেন সংশোধনাগারের ডিআইজি সাহেব এবং সুপারিটেনডেন্ট সাহেবের সহযোগিতায় ও দিসান হসপিটালের মাধ্যমে যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হলো তাতে তারা এবং তাদের বাড়ির মানুষজন যথেষ্ট উপকৃত হয়েছেন।