Reported By :- News Desk
মুর্শিদাবাদ শাখা রিলায়াবেল এডুকেশন সেন্টার এর শুভ উদ্বোধন বহরমপুরে এখানে বিভিন্ন রকম এডুকেশন কোর্স করানো হয় আজ বহরমপুরে শহীদ সূর্য সেন রোড সুইমিং ক্লাব এর গলিতে এই শাখার উদ্বোধন হয় এখানে ডি ফার্ম বি ফার্ম পিসিআই বিভিন্ন রকম নার্সিং কোর্স করা হয় এডুকেশন সেন্টারের উদ্বোধন করলেন চিপ অ্যাডভাইজার প্রদ্যুৎ সামন্ত তিনি জানান দুস্ত ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।