শিল্পী চক্রবর্তী স্বরচিত কবিতা পাঠ করলেন ও রাহুল দত্ত ম্যাজিক দেখালেন। উপস্থিত ছিলেন যাত্রার প্রখ্যাত জুটি অনল কাকলি, পূবালী, তাপসী, অরুন ও অনেকে। উপস্থিত ছিলেন বেশ কিছু পরিচিত সিনেমা সিরিয়াল এর অভিনেতা অভিনেত্রী, মনোজিৎ, অনসূয়া সামন্ত, মৌসুমী দাস, পারিজাত চক্রবর্তী ও অনেকে। প্রচার সচিব ছিলেন মৃত্যুঞ্জয় রায়।
২ তারিখের অনুষ্ঠান টি এককথায় বেশ প্রাণবন্ত হয়ে উঠেছিল।