Skip to content
রূপকথার নতুন সংখ্যা: “মল্লযুদ্ধ”

রূপকথার নতুন সংখ্যা: “মল্লযুদ্ধ”

১৫ ডিসেম্বর কলকাতার নেহরু চিলড্রেনস মিউজিয়ামে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ কুস্তি সমিতির বার্ষিক সভায় রূপকথার নতুন সংখ্যা "মল্লযুদ্ধ" প্রকাশিত হয়। এই সংখ্যায় বাংলার কুস্তির ইতিহাস এবং এর উন্নতির পথনকশা তুলে ধরা হয়েছে। অল ইন্ডিয়া কুস্তি ফেডারেশনের সভাপতি সঞ্জয় কুমার সিংহ এই বিশেষ সংখ্যার প্রশংসা করে ইংরেজি ও হিন্দিতে প্রকাশের অনুরোধ জানান। ২৪ পৃষ্ঠার রঙিন এই সংখ্যায় রয়েছে বাংলার কুস্তির ইতিহাস, মল্লযুদ্ধের বিকাশ, এবং বিখ্যাত বাঙালি কুস্তিগীরদের কাহিনী। বিশেষ আকর্ষণ হিসেবে আই সি এম এ আই এর প্রাক্তন সভাপতি মানস কুমার ঠাকুরের স্মৃতিচারণা রয়েছে কিংবদন্তি শিল্পপতি রতন টাটার উপর। সভায় পশ্চিমবঙ্গ কুস্তি সমিতির নতুন পরিচালনা কমিটি গঠিত হয়, যেখানে গৌতম ঘোষ প্রেসিডেন্ট, অসিত কুমার সাহা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং শোভন চক্রবর্তী জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন। এই নতুন কমিটির মাধ্যমে বাংলার কুস্তির প্রচার ও প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!