রেজিনগরে তৃণমূল কর্মীর হত্যাকাণ্ডে তিনজন গ্রেপ্তার

রেজিনগরে তৃণমূল কর্মীর হত্যাকাণ্ডে তিনজন গ্রেপ্তার

Reported By:- Binoy Roy

২১শে জুলাই রাতে, রেজিনগর থানার আন্দুল বেড়িয়া উত্তর কলোনীতে তৃণমূল কর্মী পতিত পালকে একদল দূস্কৃতিকারী ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। তার পরে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন চিকিৎসাধীন থাকার পর, পতিত পালের মৃত্যু ঘটে। এই ঘটনায় তার পরিবার ৬ জনের বিরুদ্ধে রেজিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।পুলিশ তদন্ত শুরু করে এবং এক সপ্তাহ পর বুধবার ভোর বেলা নদীয়ার নাকাশিপাড়া থানার যুগপুর থেকে তিন জন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম আমিত সরকার, বিজন সরকার এবং পাপ্পু সরকার। উল্লেখ্য, বিজন এবং পাপ্পু দুই ভাই এবং তাদের সবাই রেজিনগর থানার আন্দুল বেড়িয়া উত্তর কলোনীর বাসিন্দা। আজ আদালতে অভিযুক্তদের ১০ দিনের পুলিশ হেপাজতের আবেদন জানানো হয়। অন্যদিকে, অপর তিনজন আসামি এখনও অধরা রয়েছে এবং তাদের খোঁজে পুলিশের অভিযান চলছে। স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের কাছে দাবি উঠেছে।

Leave a Reply

error: Content is protected !!