রেজিনগর থেকে একাধিক রেলের কাজ পরিদর্শনে PAC কমিটি ও রেলের আধিকারিকরা

রেজিনগর থেকে একাধিক রেলের কাজ পরিদর্শনে PAC কমিটি ও রেলের আধিকারিকরা

Reported By:- Binoy Roy

মুর্শিদাবাদ জেলা সফরের আজকে দ্বিতীয় দিন পিএসি কমিটির। শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরে পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যান অধীর রঞ্জন চৌধুরী নেতৃত্বে রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে স্টেশন চত্বর ঘুরে দেখলেন। এবং সাধারণ মানুষের সমস্যা গুলো তুলে ধরলেন। তার সঙ্গে ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন কোথায় খামতি রয়েছে আর কিভাবে সরকারি টাকা কোথায় খরচ করলে মানুষের সত্যিকারের লাভ হতে পারত বা হবে।

অভিজ্ঞ রেল আধিকারিকরা তাঁর কথায় সম্মতি জানিয়ে শীঘ্রই ব্যবস্থা রূপায়িত করবেন বলে আশ্বস্ত করেছেন। এরপর কমিটি ও রেল মন্ত্রক এর সংশ্লিষ্ট আধিকারিকগণ বেলডাঙ্গা পরিদর্শন করেন, এখানেও একই অবস্থা।

২০১৩ সাল পর্যন্ত রেল প্রতিমন্ত্রী থাকা কালীন অধীর চৌধুরী তিনি পিংক বুক (pink book) খুলে আধিকারিকদের দেখিয়ে দেন যে তিনি 2013 সালে অর্থ বরাদ্দ করা সত্ত্বেও আজ 10 বছর পরেও কাজ হয়নি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অধীর চৌধুরী। যাতে দ্রুত কাজ সম্পন্ন করা হয় তা এদিন পর্যালোচনা বৈঠক করেন অধীর চৌধুরী।

Leave a Reply

error: Content is protected !!