বহরমপুর কোর্ট স্টেশন চত্বরে বেশকিছু ব্যবসায়ী ব্যাবসা করছেন দীর্ঘ দিন ধরে। এত বছর পরে বিষয় টি ভাবনা শুরু করেছে রেল দপ্তর। সম্প্রতি রেল দপ্তর সেই সমস্ত ব্যাবসায়ীদের নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে, ব্যাবসায়ীরা রেলের জায়গায় অবৈধ নির্মাণ করে ব্যবসা করছেন। চলতি মাসের মধ্যে তারা যেন জায়গা খালি করে অন্যত্র চলে যান। রেলের নোটিশ পাওয়ার পর মাথায় আকাশ ভেঙে পড়েছে ব্যবসায়ীদের। তাদের দাবি, এতদিন ধরে ওই স্থানে তারা ব্যবসা করে সংসার চালিয়ে এসেছেন। এখন তাদের নতুন কোনও জায়গা না দিলে কোথায় যাবেন তারা। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ তারা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে দেখা করে বিষয়টি জানান। অধীরবাবু রেল দপ্তরের সঙ্গে বিষয় টি নিয়ে আলোচনা করার আশ্বাস দেন।