REPORTED BY:- BINOY ROY
মুর্শিদাবাদ রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দ্রুত নসিপুর আজিমগঞ্জ রেলের ব্রীজের কাজ সম্পন্ন করার দাবীতে এই বিক্ষোভ দেখায় রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্য। ফলে মাঝপথেই দাঁড়িয়ে অনেক ট্রেন। যতক্ষণ না দ্রুত কাজ সম্পন্ন আশ্বাস পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানান। আজ সকাল থেকেই অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।
