Reported By : অভিজিৎ হাজরা
৬ ই মার্চ , সোমবার , ২৩ বছর আগে ২০০০ সালের জুলাই মাসে উদ্বোধন হয়েছিল দক্ষিণ -পূর্ব রেলের হাওড়া -- মুন্সিরহাট রেলস্টেশন। এই রেল স্টেশনের নাম করণ করা হয়েছিল বিজ্ঞান সাধক ও প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক মহেন্দ্রলাল সরকারের নামে " মহেন্দ্রলাল নগর " । এই রেল স্টেশনের উদ্বোধন করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন সময়ে উলুবেড়িয়ার সাংসদ হান্নান মোল্লা,আকবর আলি খন্দকার।
যখন অ্যআলওপ্যআথি চিকিৎসা খ্যাতির সর্বচ্চো তখনই ডাঃ মহেন্দ্রলাল সরকার হোমিওপ্যাথি চিকিৎসায় চলে আসেন। বিজ্ঞান চেতনা এবং পরাধীন ভারতে স্বদেশীদের বিজ্ঞান চর্চার কেন্দ্র ' আই এ সি এস ' সংস্থা গড়ে তোলেন। এই সংস্থা গড়ে তোলার জন্য চিরস্মরণীয় হয়ে আছেন চিকিৎসক মহেন্দ্রলাল সরকার। পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস -র চিকিৎসক ছিলেন, এবং এর জন্য চিরকাল চিরস্মরণীয় হয়ে রয়েছেন চিকিৎসক মহেন্দ্রলাল সরকার।