রেশন দুর্নীতিতে মন্ত্রী জ্যোতি প্রিয় মল্লিকের একান্ত ঘনিষ্ঠ অভিজিৎ দাসের হাওড়ার বাড়ি থেকে উদ্ধার হওয়া মেরুন ডায়রি থেকে পাওয়া গিয়েছে বহু তথ্য- বলে দাবি ইডির। এই প্রসঙ্গে সোমবার মুর্শিদাবাদের লালগোলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার তথা তৃণমূল দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উল্লেখ্য- গতকাল রবিবার দিনভর একগুচ্ছ কর্মসূচি সেরে মুর্শিদাবাদেই রাত্রি যাপন করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত বাবু। সোমবারও যথারীতি একগুচ্ছ কর্মসূচি হাতে নিয়ে সদলবলে তিনি হাজির হন লালগোলায়। প্রথমত সেখানে তিনি লালগোলা রাজবাড়িতে উপস্থিত হয়ে কালি মন্দিরে পুজো দেন। পাশাপাশি সেখানে আরও একাধিক জায়গা পরিদর্শন সেরে দুপুর নাগাদ তার যাওয়ার কথা রয়েছে রঘুনাথগঞ্জে। সেখানে বহুড়া বিওপি (B.O.P), ভারত সেবাশ্রম সংঘ পরিদর্শন সেরে সুতির আহিরণে দলীয় এক জনসভায় যোগদান করার কথা রয়েছে তার।