যেকোনো ধরনের নারী নির্যাতনের বিরুদ্ধে সরকারকে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। মূলত এই দাবি জানিয়ে বহরমপুরে রোকেয়া নারী উন্নয়ন সমিতির পক্ষ থেকে প্রতিবাদ অবস্থান ও ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হ'ল শুক্রবার। এদিন দুপুরে বহরমপুরের টেক্সটাইল মোড়ে জমায়েত হয়ে এই প্রতিবাদ অবস্থানে সামিল হন রোকেয়া নারী উন্নয়ন সমিতির সদস্যরা। অন্যদিকে এই অবস্থান চলাকালীন জেলা শাসক, জেলা পুলিশ সুপার ও জেলা জর্জ সাহেবকে নির্যাতিতা মহিলাদের দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয় এদিন।