Skip to content
লোকশিল্পের ঐতিহ্যে মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তর দিনাজপুরে লোকশিল্পী সম্মেলন

লোকশিল্পের ঐতিহ্যে মুখ্যমন্ত্রীর উদ্যোগে উত্তর দিনাজপুরে লোকশিল্পী সম্মেলন

Reported By:-

উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়া অডিটরিয়ামে আয়োজিত হল এক দিবসীয় লোকশিল্পী সম্মেলন, যেখানে জেলার প্রায় ৫০০ জন লোকশিল্পী অংশগ্রহণ করেন। মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে, লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই সম্মেলনটি জেলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য উদযাপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), রায়গঞ্জ মহকুমা শাসক, রায়গঞ্জ রেঞ্জের জেলা বন আধিকারিক, এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত ও শিক্ষা কর্মাধ্যক্ষগণ। এছাড়া রায়গঞ্জের উপ পৌরপ্রশাসক এবং ইসলামপুর পৌরপিতাও উপস্থিত ছিলেন। সম্মেলনে বিভিন্ন সরকারি প্রকল্পের তথ্য প্রদান করেন জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিক ও প্রতিনিধিরা। লোকশিল্পীদের উদ্দেশ্যে বিভিন্ন সরকারি সহায়তার বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়। এই আয়োজনে নির্বাচিত কিছু লোকশিল্পী, সরকারি প্রকল্প ও সামাজিক বিষয়কে কেন্দ্র করে তাদের শিল্পকর্ম উপস্থাপন করেন। এই সম্মেলনের মাধ্যমে লোকশিল্পীরা সরকারি প্রকল্প সম্পর্কে সচেতন হবার পাশাপাশি নিজেদের ঐতিহ্য ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ পান। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এমন আয়োজন লোকশিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বিশিষ্টজনেরা।

Leave a Reply

error: Content is protected !!