Skip to content
” লক্ষীর ভান্ডার” ফর্ম পূরণে কন্যাশ্রীরা

” লক্ষীর ভান্ডার” ফর্ম পূরণে কন্যাশ্রীরা

রাজ্যব্যাপী চলছে “দুয়ারে সরকার” প্রকল্পের ক্যাম্প। হাওড়া জেলার বাইনানে “দুয়ারে সরকার” প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে ক্যাম্পে কন্যাশ্রীদের উপস্থিতি লক্ষ্য করা গেল।
হাওড়া জেলার বাগনান ১পঞ্চায়েত সমিতির অন্তর্গত বাইনান হাই স্কুলে ” দুয়ারে সরকার” প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প অনুষ্ঠিত হলো। এই ক্যাম্পে দেখা গেল বাইনান হাই স্কুলের কন্যাশ্রী ছাত্রীদের উল্লেখযোগ্য উপস্থিতি। তাদের কাছেই “লক্ষীর ভান্ডার” প্রকল্পের ফর্ম
পূরন করতে দেখা গেল এই প্রকল্পের জন্য উপস্থিত মহিলাদের।
কিন্তু সরকারি কাজে কন্যাশ্রী ছাত্রীরা কেন?
এই প্রশ্নের উত্তরে বাইনান গ্ৰাম পঞ্চায়েতের প্রধান তাপস হাজরা বলেন,” ওদের ইচ্ছাতেই ওরা নিজে থেকে ক্যাম্পে এসে মহিলাদের “লক্ষীর ভান্ডার” প্রকল্পের ফর্ম পূরণ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছিল। ওদের ওই ইচ্ছাকে আমি ফেলতে পারি নি।
একই কথা বলেন ক্যাম্পে ফর্ম পূরণ করতে করতে কন্যাশ্রী ছাত্রীরা।

Leave a Reply

error: Content is protected !!