লরির ধাক্কায় মৃত্যু এক টোটো চালকের

লরির ধাক্কায় মৃত্যু এক টোটো চালকের

Reported By : News Desk

১৫ ই নভেম্বর, মঙ্গলবার, বহরমপুর থানার সারগাছি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে বাড়ি থেকে কপি নিয়ে বাজারে যাওয়ার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক টোটো চালকের। আর পাশাপাশি দুই পা কাটা পড়ল ওই টোটোর যাত্রীর। জানা যায়, এদিন সকালে বেলডাঙা থানার পুলিন্দা গ্রাম থেকে টোটোতে করে কপি নিয়ে বাজারে যাচ্ছিল এক সবজি ব্যবসায়ী। ৩৪ নম্বর জাতীয় সড়কের সারগাছি এলাকায় ওই টোটোকে পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। ঘটনায় মারাত্মক ভাবে জখম হয় টোটো চালক সহ ওই ব্যবসায়ী। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিয়ে যায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে অজয় মন্ডল নামে টোটো চালককে মৃত বলে জানায় চিকিৎসক। পাশাপাশি দুই পা কাটা পড়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ধনঞ্জয় মন্ডল নামে ওই সবজি বিক্রেতা। দুর্ঘটনার পর ঘাতক লরি সহ চালক পলাতক বলে জানা যায়।

Leave a Reply

error: Content is protected !!