Skip to content
লরি ও বাইকের মুখোমুখি ধাক্কায় মৃত এক গৃহবধুর আহত তার স্বামীও

লরি ও বাইকের মুখোমুখি ধাক্কায় মৃত এক গৃহবধুর আহত তার স্বামীও

Reported By:- Masud Rana

লরি ও বাইকের মুখোমুখি ধাক্কায় মৃত এক গৃহবধুর আহত তার স্বামীও। শুক্রবার অর্থাৎ আজ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার কাটাকোপরা নরজপুর এলাকায়। মৃত ওই গৃহবধুর নাম লায়লা বিবি বয়স আনুমানিক ৩৮ বছর, আহত স্বামীর নাম আনারুল বিশ্বাস ওরফে কালু। তাদের বাড়ি ডোমকল কুপিলা বিশ্বাস পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় বাইকে চেপে ব্যাংকে টাকা তুলতে আসছিলেন স্বামী-স্ত্রী, ঠিক সেই সময়ই ডোমকলের দিক থেকে একটি সিমেন্ট বোঝাই লরি গিয়ে মুখোমুখি ধাক্কা মারে বাইকের সঙ্গে। ঘটনাস্থানে লুটিয়ে পড়ে লাইলা বিবি এবং আনারুল বিশ্বাস। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে তাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারত চিকিৎসক লাইলা বিবিকে মৃত বলে ঘোষণা করেন এবং আনারুল বিশ্বাসের অবস্থার অবনতি ঘটলে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের স্থানান্তরিত করা হয়। মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে ডোমকল থানার পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

Leave a Reply

error: Content is protected !!