Skip to content
লরীর  কেবিন থেকে ৬২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার ঘিরে সোরগোল

লরীর কেবিন থেকে ৬২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার ঘিরে সোরগোল

Reported By:- Binoy Roy

লরী চালকের কেবিনের সিটের তলায় প্রচুর পরিমানে গাঁজা পাচার করতে গিয়ে পুলিসের জালে ধরা পড়লো ৬২ কেজি গাঁজা। গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ফারাক্কা থেকে জঙ্গিপুর গামী একটি লরিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমানে গাঁজা উদ্ধার করলো সুতির আহিরণ ফাঁড়ির পুলিশ। লরীর কেবিন থেকে ৬২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার ঘিরে রীতিমতো সোরগোল পড়ে সুতি জাতীয় সড়ক চত্তর । সুতির টোলপ্লাজার ও আহিরণ ব্রিজ এর মাঝামাঝি এলাকায় ৩৪ নং জাতীয় সড়কের ওপর আটক বহুমুল্যের গাঁজা । কাড়ি কাড়ি গাজা লরী তল্লাশি চালাতেই উদ্ধার। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দীপঙ্কর রায় এবং তপন মন্ডল নামে দুই গাঁজা পাচারকারিকে।আটক করা হয়েছে লরীটিকে। ধৃত ২ গাঁজা কারবারির বাড়ি মালদার গাজোল থানা এলাকায় বলে পুলিস সুত্রে জানা গিয়েছে । পুলিশ জানায় ধৃত ওই দুই গাঁজা কারবারি গাঁজা গুলি কোচবিহার থেকে কলকাতার বারাসাতের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তার আগে গোপন সুত্রে খবর পেয়ে সুতি থানা পুলিস হাতে নাতে ধরে ফেলে বহুমুল্যের প্রচুর পরিমাণ গাঁজা।

Leave a Reply

error: Content is protected !!