Reported By:- Binoy Roy
মুর্শিদাবাদ জেলার লালগোলার কৃষ্ণপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় পুলিশ একটি সফল অভিযান চালিয়ে ৩৫২ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। শুক্রবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে লালগোলা থানার পুলিশ ওই এলাকায় পৌঁছালে যুবক আবু তালেক সেখ রেললাইনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে, পুলিশের দ্রুততার কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় ২৪ লক্ষ টাকা। ধারণা করা হচ্ছে, আবু তালেক সেখ হেরোইনটি কৃষ্ণপুর রেলস্টেশনের রাকিবুল সেখের কাছ থেকে নিয়েছিল এবং ফাইক সেখকে দেওয়ার জন্য নলডহরি এলাকায় যাচ্ছিল।অভিযানে উপস্থিত ছিলেন ভগবানগোলার এসডিপিও বিমান হালদার, সার্কেল ইন্সপেক্টর মানস দাস এবং লালগোলার থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস সহ আরও অনেকে। পুলিশ আবু তালেক সেখকে আটদিনের পুলিশ হেফাজতের জন্য বহরমপুরের এনডিপিএস আদালতে তোলার প্রক্রিয়া শুরু করেছে।এটি মাদকবিরোধী অভিযানগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য সাফল্য বলে মনে করা হচ্ছে, যা এলাকার মাদকাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।