Reported By Binoy Roy
26/06/2025- লালগোলা ও হেরোইন–এক সময়ে একই সঙ্গে উচ্চারিত হত। যদিও হেরোইন কারবার এখনও লালগোলা থেকে একেবারে মুছে যায়নি।
সেই হেরোইন নেশার কবল থেকে এই প্রজন্মের ছেলেমেয়েদের দূরে সরিয়ে রাখতে লালগোলা থানা পুলিশ প্রশাসন সামাজিক সচেতনতার বার্তা দিতে একটি ডকুফিচার তৈরি করেছে। সচেতনতামূলক ওই ডকু-ফিচারের নাম রাখা হয়েছে– ‘ড্রাগস দ্য আনফোল্ড স্টোরি অফ লালগোলা’।
লালগোলা এলাকায় গত ২২-২৬ ফেব্রুয়ারি পাঁচ দিন ধরে চলে ওই ডকু-ফিচারের টানা স্যুটিং।
২২ মিনিটের ওই ডকু-ফিচারে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই , লালগোলা থানার ওসি অতনু দাস-সহ বেশ কয়েক জন পুলিশ অফিসারের পাশাপাশি পেশাদার কয়েক জন অভিনয় করেছেন।
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সেই ডকু-ফিচারের অনুষ্ঠানিক শুভ মুক্তি হলো এবং দর্শকদের প্রিমিয়ার শো করে দেখানো হলো। তার আগে সচেতনতা মূলক
লালগোলা ও হেরোইন–এক সময়ে একই সঙ্গে উচ্চারিত হত। যদিও হেরোইন কারবার এখনও লালগোলা থেকে একেবারে মুছে যায়নি।
সেই হেরোইন নেশার কবল থেকে এই প্রজন্মের ছেলেমেয়েদের দূরে সরিয়ে রাখতে লালগোলা থানা পুলিশ প্রশাসন সামাজিক সচেতনতার বার্তা দিতে একটি ডকুফিচার তৈরি করেছে। সচেতনতামূলক ওই ডকু-ফিচারের নাম রাখা হয়েছে– ‘ড্রাগস দ্য আনফোল্ড স্টোরি অফ লালগোলা’।
লালগোলা এলাকায় গত ২২-২৬ ফেব্রুয়ারি পাঁচ দিন ধরে চলে ওই ডকু-ফিচারের টানা স্যুটিং।
২২ মিনিটের ওই ডকু-ফিচারে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই , লালগোলা থানার ওসি অতনু দাস-সহ বেশ কয়েক জন পুলিশ অফিসারের পাশাপাশি পেশাদার কয়েক জন অভিনয় করেছেন।
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার সেই ডকু-ফিচারের অনুষ্ঠানিক শুভ মুক্তি হলো এবং দর্শকদের প্রিমিয়ার শো করে দেখানো হলো। তার আগে বহরমপুরে এক সচেতনতা মূলক র্যালি করা হয়।